খাবারও খাব রোযারও সওয়াব পাব!

খাবারও খাব রোযারও সওয়াব পাব!

এখন আমরা এমন একটি আমলের বিষয়ে আলোচনা করব, যে আমল করলে রোযাদারের সওয়াব লাভ হয়।

তোমার হয়ত মনে হতে পারে- এজন্য মনে হয় রোযাদারের মত না খেয়ে থাকতে হবে অথবা অনেক কষ্টসাধ্য কোনো আমল করতে হবে!

না, তোমাকে না খেয়েও থাকতে হবে না; আবার কষ্টসাধ্য কোনো আমলও করতে হবে না। ছোট্ট একটি আমলের দ্বারাই আমরা এ সওয়াব লাভ করতে পারব।

চলো, আবু হুরায়রা রা.-এর যবান থেকে শুনি সেই আমলটির কথা। তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِنّ لِلطّاعِمِ الشّاكِرِ مِثْلَ مَا لِلصّائِمِ الصّابِرِ.

খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী কষ্ট করে, সবর করে রোযা রাখা ব্যক্তির মত সওয়াব লাভ করবে। -মুসনাদে আহমাদ, হাদীস ৭৮৮৯; মুসতাদরাকে হাকেম, হাদীস ৭১৯৫; শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস ৪১৪৭

অর্থাৎ তুমি খাবার খাওয়ার পর যদি শুকরিয়া আদায় কর- আলহামদু লিল্লাহ বল, তাহলে আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন; ক্ষুধার কষ্ট সহ্য করে রোযা রাখার যে সওয়াব, আল্লাহ তোমাকে সে সওয়াব দান করবেন।

দেখ, ছোট্ট একটি আমল, শুকরিয়া আদায়, খাবার শেষে আল্লাহর প্রশংসা করা- এর বিনিময়ে আল্লাহ তোমাকে কত বড় সওয়াব দান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *