শয়তানের গিঁট

শয়তান হল মানুষের শত্রু।
সে মানুষের ভালো দেখতে পারে না। যখন সে দেখে, মানুষ জান্নাতের কাজ করছে, নেক আমল করছে তখন সে হিংসায় জ্বলতে থাকে। সে বিভিন্ন উপায় বের করে, চিন্তা-ভাবনা করে- কীভাবে মানুষকে জাহান্নামের দিকে নেওয়া যায়।
সে বিভিন্ন কুমন্ত্রণা দিতে থাকে। তখন কিছু কিছু মানুষ ধোঁকায় পড়ে জাহান্নামের পথে চলে যায়। এ দেখে শয়তান অনেক খুশি হয়।
শয়তানের এমন শয়তানী আরো আছে। যখন কোনো ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথায় তিনটি গিঁট দেয়; প্রতিটি গিঁট দেওয়ার সময় সে বলে, এখনো দীর্ঘ রাত আছে, তুমি আরো ঘুমাও।
সেই ব্যক্তিটি যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে, (ঘুম থেকে ওঠার দুআ পড়ে,) তাহলে প্রথম গিঁট খুলে যায়। তারপর যদি ওযু করে, দ্বিতীয় গিঁট খুলে যায়। তারপর যদি নামায পড়ে তাহলে তৃতীয় গিঁটটিও খুলে যায়। ফলে সে আনন্দ ও উদ্যমের সাথে সকাল যাপন করে।
আর যে ব্যক্তি শয়তানের দেওয়া গিঁটগুলো খোলে না; (অলসতা করে ঘুমিয়ে থাকে, নামায পড়ে না,) সে বিষন্ন মনে অলসভাবে সকাল যাপন করে।
(দ্র. সহীহ বুখারী, হাদীস ১১৩১)
Leave a Reply