মুআয ইবনে জাবাল রা. এর কান্না

মুআয ইবনে জাবাল রা. এর কান্না

মুআয ইবনে জাবাল রা. বলেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামানে পাঠান তখন তিনি তাকে এগিয়ে দিতে বের হন।

মুআয রা. সওয়ারীতে চলছেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু সালাইহি ওয়াসাল্লাম পায়ে হাঁটছেন আর অসিয়ত করছেন। অসিয়ত করা শেষ হলে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-

يَا مُعَاذُ إِنّكَ عَسَى أَنْ لَا تَلْقَانِي بَعْدَ عَامِي هَذَا وَلَعَلّكَ أنَ تَمُرّ بِمَسْجِدِي هَذَا، وَقَبْرِي.

হে মুআয! সম্ভবত এ বছরের পর আমার সাথে তোমার আর দেখা হবে না। হয়ত তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে, আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে! (কিন্তু আমার দেখা পাবে না।)

এ কথা শুনে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসন্ন বিচ্ছেদ-বিরহে মুআয রা. অঝোরে কাঁদতে শুরু করলেন।

…এরপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার দিকে ফিরে তাকালেন এবং বললেন-

إِنّ أَهْلَ بَيْتِي هَؤُلَاءِ يَرَوْنَ أَنّهُمْ أَوْلَى النّاسِ بِي وَلَيْسَ كَذَلِكَ. إِنّ أَوْلَى النّاسِ بِي الْمُتّقُونَ مَنْ كَانُوا حَيْثُ كَانُوا.

আমার পরিবারের এই লোকেরা মনে করে, তারা আমার সবচেয়ে কাছের মানুষ। অথচ বিষয়টা এমন না; আমার সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত হল ঐ ব্যক্তি, যে তাকওয়ার যিন্দেগি অবলম্বন করে। সে যে কেউই হোক এবং যেখানেই অবস্থান করুক। [দ্র. মুসনাদে আহমাদ, হাদীস ২২০৫২, ২২০৫৪; সহীহ ইবনে হিব্বান, হাদীস ৬৪৭; আসসুন্নাহ, ইবনে আবু আসেম, হাদীস ২১২; মুজামে কাবীর, তবারানী ২০/ ১২০-১২১ (২৪১)]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *