যে সব ক্ষেত্রে মিথ্যা বলা পাপ নয়।

যে সব ক্ষেত্রে মিথ্যা বলা পাপ নয়।

তিন স্থানে মিথ্যা বলার অনুমতি থাকার কথা হাদীসে এসেছে।

আসমা বিনতে ইয়াযীদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

لَا يَحِلُّ الْكَذِبُ إِلَّا فِي ثَلَاثٍ: يُحَدِّثُ الرَّجُلُ امْرَأَتَهُ لِيُرْضِيَهَا، وَالْكَذِبُ فِي الْحَرْبِ، وَالْكَذِبُ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ.

তিন অবস্থাতেই কেবল মিথ্যা বলার বৈধতা রয়েছে- স্ত্রীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, যুদ্ধক্ষেত্রে রণকৌশলের অংশ হিসেবে এবং সামাজিক বিবাদ-বিসংবাদ নিরসনে। -জামে তিরমিযী, হাদীস ১৯৩৯; সুনানে আবু দাউদ, হাদীস ৪৯২১

উম্মে কুলসুম বিনতে ওকবাহ রা. থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন-

ليس الكذَّابُ الذي يُصْلِحُ بينَ النَّاسِ فيقولُ خَيرًا، أو يَنْمِي خَيرًا.

সে ব্যক্তি মিথ্যাবাদী নয়, যে সমাজে আপোষ মীমাংসার জন্য (নিজের থেকে) ভালো কথা বলে বা ভালো কথা পৌঁছে দেয়। -সহীহ বুখারী, হাদীস ২৬৯২; সহীহ মুসলিম, হাদীস ২০৬৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *