সতর্ককারী ও শত্রুদলের উপমা

ইসলাম মানবতার চিরায়ত মুক্তির ঠিকানা। ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় না নিয়ে আখেরাতের জীবনে মুক্তি লাভ করা কোনোক্রমেই সম্ভব নয়।
পৃথিবীর জীবনেও নির্মল শান্তি লাভের উপায় শুধু এই দ্বীন। এ দ্বীনের বাইরে থেকে মৃত্যুবরণ করা মানেই নিজেকে অনন্ত আযাবের দিকে ঠেলে দেওয়া। আখেরাতের জীবনে বেঈমানদের পালাবার কোনো পথ থাকবে না। যেমন শত্রুদল এসে ঘিরে ফেললে পালানোর কোনো পথ থাকে না।
একটি হৃদয়গ্রাহী উপমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেকথা বলেছেন। হযরত আবু মূসা আশআরী রা. থেকে বর্ণিত তিনি ইরশাদ করেন-
إِنّمَا مَثَلِي وَمَثَلُ مَا بَعَثَنِي اللهُ بِهِ، كَمَثَلِ رَجُلٍ أَتَى قَوْمًا فَقَالَ: يَا قَوْمِ، إِنِّي رَأَيْتُ الجَيْشَ بِعَيْنَيّ، وَإِنِّي أَنَا النّذِيرُ العُرْيَانُ، فَالنّجَاءَ، فَأَطَاعَهُ طَائِفَةٌ مِنْ قَوْمِهِ، فَأَدْلَجُوا، فَانْطَلَقُوا عَلَى مَهَلِهِمْ فَنَجَوْا، وَكَذّبَتْ طَائِفَةٌ مِنْهُمْ، فَأَصْبَحُوا مَكَانَهُمْ، فَصَبّحَهُمُ الجَيْشُ فَأَهْلَكَهُمْ وَاجْتَاحَهُمْ، فَذَلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي فَاتّبَعَ مَا جِئْتُ بِهِ، وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذّبَ بِمَا جِئْتُ بِهِ مِنَ الحَقِّ.
আমার উপমা এবং আমাকে যে দ্বীন দিয়ে পাঠানো হয়েছে তার উপমা হল ঐ ব্যক্তির মত, যে কোনো সম্প্রদায়ের কাছে এসে বলে- ‘হে আমার সম্প্রদায়! আমি আমার নিজের চোখে শত্রুদের একটি বিরাট বাহিনী দেখেছি, আর আমি হলাম এক প্রকাশ্য সতর্ককারী। সুতরাং তোমরা বাঁচার পথ খোঁজো’।
তখন তার সম্প্রদায়ের একদল লোক তার কথা মান্য করল এবং রাত থাকতেই বেরিয়ে পড়ল। আর আস্তে-সুস্থে পথ চলে মুক্তি পেয়ে গেল। আর তাদের একদল লোক তাকে মিথ্যাবাদী বলল এবং নিজেদের স্থানেই সকাল করল। তারপর প্রভাত বেলা তাদের মাঝে শত্রুদল এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদেরকে ধ্বংস ও মূলোৎপাটিত করে দিল। এই হল ঐ ব্যক্তির উপমা, যে আমার আনুগত্য করেছে এবং আমার দ্বীনের অনুগামী হয়েছে।
আর ঐ ব্যক্তির উপমা, যে আমাকে অমান্য করেছে এবং আমার আনীত দ্বীনকে মিথ্যা বলেছে।’
-সহীহ বুখারী, হাদীস ৭২৮৩; সহীহ মুসলিম, হাদীস ২২৮৩
Leave a Reply