একটি হাদীসে রাসুল সা.

একটি হাদীসে রাসুল সা.

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, একদিন আমি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সওয়ারিতে বসা ছিলাম। তিনি আমাকে বললেন-

يَا غُلَامُ إِنّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللهَ يَحْفَظْكَ، احْفَظِ اللهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللهِ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ لَكَ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللهُ عَلَيْكَ، رُفِعَتِ الأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ.

বৎস! আমি তোমাকে কিছু কথা শিখাচ্ছি। তুমি আল্লাহকে হেফাযত করবে (অর্থাৎ তাঁর হুকুম আহকাম মেনে চলবে), তাহলে আল্লাহও তোমাকে হেফাযত করবেন।

তুমি আল্লাহকে হেফাযত করবে, তাহলে তাঁকে তোমার সম্মুখে পাবে। যখন চাইবে তো আল্লাহর কাছে চাইবে। সাহায্য প্রার্থনা করবে তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে।

জেনে রাখ, যদি গোটা উম্মত (মানব প্রজাতি) একজোট হয় তোমার কোনো উপকার করার জন্য, তারা তোমার কোনোরূপ উপকার সাধনে সমর্থ হবে না; কেবল ততটুকুই তাদের পক্ষে সম্ভব হবে, যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি তারা একজোট হয় তোমার কোনো ক্ষতি করার জন্য, তোমার কোনোরূপ ক্ষতিসাধনে সমর্থ হবে না; কেবল ততটুকুই তাদের পক্ষে সম্ভব হবে, যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন।

-জামে তিরমিযী, হাদীস ২৫১৬

এ হাদীস থেকেও আমরা শিক্ষা পাই, মানুষের জীবনে ভালো-মন্দ যা কিছু ঘটে তা পূর্ব থেকেই তাকদীরে লিখিত আছে। কাজেই কোনো কিছু হারালে বা কাঙিক্ষত কিছু না পেলে অতিরিক্ত কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ এই অপ্রাপ্তি আল্লাহর ফায়সালায়ই হয়েছে। তদ্রূপ কোনো কিছু অর্জিত হলে উল্লসিত হওয়ারও কিছু নেই। কারণ এই প্রাপ্তি কেবলই আমার প্রচেষ্টার ফল নয়, বরং তা আল্লাহর দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *