কিতাবুদ দু আ: উম্মে আব্দুল্লাহ

কিতাবুদ দু আ: উম্মে আব্দুল্লাহ

‘কিতাবুদ দুআ’ বইটির সংকলক একজন জীবন্ত মহীয়ষী নারী ও বুজুর্গ ব্যক্তিত্ব উম্মে আবদুল্লাহ। তিনি মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার সম্মানিত মুদীর, বিশিষ্ট ফকীহ আলেম মাওলানা আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ও মারকাযুদ দাওয়াহর আমিনুত তালিম, বিশ্ববরেণ্য হাদিস বিশারদ মাওলানা মুহাম্মদ আবদুল মালেকের শ্রদ্ধেয়া আম্মাজান।

ইতিপূর্বে হজ্ব, হাদীসের আলো জীবনের পাথেয় নামে তার আরো দুটি কিতাব প্রকাশিত হয়েছে। বহু গুণের অধিকারী এ ইলম পিপাসু নারী অশীতিপর বার্ধক্যেও কুরআনের খেদমত ও বিভিন্ন রচনা ও সংকলনের কাজ করে যাচ্ছেন। আল্লাহ তার নেক হায়াত দারাজ করুন।

কিতাবুদ দুআ বইয়ে সকাল সন্ধ্যার দুআ, নামাজের পূর্বাপরের দুআ, সফর সংক্রান্ত দুআসহ দৈনন্দিন জীবনের প্রায় সকল ক্ষেত্রে পড়ার দুআ রয়েছে। দুআগুলোর সাথে সাথে অত্যন্ত সাবলীল ভাষায় অনুবাদও রয়েছে। অনুবাদের ক্ষেত্রে সাধারণ মানুষ যেন বুঝতে পারে সে দিকে লক্ষ রাখা হয়েছে। সেইসঙ্গে দুআগুলোতে হাদীসের কিতাবের উদ্ধৃতিও রয়েছে।

কিতাবটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে উল্লেখিত দুআগুলো সহীহ সনদে বর্ণিত হাদীস থেকে নেওয়া হয়েছে। দু’একটি দুর্বল সনদের দুআ থাকলেও সেক্ষেত্রে টীকায় তা বলে দেওয়া হয়েছে। যেসব দুআর সাথে হাদীসে ফযীলত বর্ণিত হয়েছে, সেই ফযীলত টিকায় উল্লেখ করে দেওয়া হয়েছে।

বইটির শুরুতে কুরআন শরীফ থেকে ৪০ টি দুআর আয়াত যুক্ত করে দেওয়া হয়েছে। আর শেষে হাদীসে বর্ণিত ব্যাপক অর্থবোধক আরও ৪১টি দুআ যুক্ত করা হয়েছে। সবশেষে হযরত আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি ব্যাপক দুআ রয়েছে, তিনি নিজে সেই দুআর ওপর আমল করতেন।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে যখন যে দুআ পড়তেন, আমাদেরও উচিত তাঁর অনুসরণে সেসব দুআর ওপর আমল করা। তাহলে আমাদের সকাল সন্ধ্যার প্রতিটি সময়ই আল্লাহ তাআলার ইবাদতে কাটবে। সাধারণ মানুষের জন্য এই বইটি খুবই উপকারী হবে বলে আশা করা যায়।

নাম :কিতাবুদ দু আ
লেখক: উম্মে আব্দুল্লাহ
প্রকাশনী: : মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা

অর্ডার করতে ক্লিক করুন: কিতাবুদ দু আ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *