কিয়ামতের দিন আল্লাহ তা’আলার দর্শন লাভের আমল

সহীহ বুখারীতে আবু হুরায়রা রা. ও আবু সাঈদ খুদরী রা. থেকে বর্ণিত, একবার কিছু সাহাবী নবীজীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি কিয়ামত দিবসে আমাদের প্রভু আল্লাহ তাআলার দীদার পাব?
নবীজী বললেন, মেঘমুক্ত আকাশে সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো বেগ পেতে হয়? তারা বললেন, জী না। নবীজী বললেন, তোমরা সেদিন এভাবে তোমাদের প্রভুর দীদার লাভ করবে।
-সহীহ বুখারী, হাদীস ৮০৬, ৪৫৮১
কিয়ামতের দিন আল্লাহ তাআলার দীদার লাভের জন্য নবীজী একটি আমলও বাতলে দিয়েছেন।
সহীহ বুখারী ও মুসলিমে জারীর রা. থেকে বর্ণিত হয়েছে, নবীজী এক পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে উপস্থিত সাহাবীগণকে জিজ্ঞাসা করেন, তোমরা এ পূর্ণিমার চাঁদটি যেভাবে দেখছো তোমরা তোমাদের প্রভুকেও এমনিভাবে দেখতে পাবে।
এ নিআমত লাভের সহায়ক হিসেবে তোমরা একটি কাজ করতে পারো, সূর্য উদয়ের আগের নামায (ফজর) আর সূর্যাস্তের আগের নামায (আসর) যেন না ছুটে যায়। -সহীহ বুখারী, হাদীস ৫৫৪
জান্নাতে দাখিল হওয়ার আগেই মুমিন বান্দাহগণ আল্লাহ তাআলার দীদার লাভ করবে। যার ফলে কিয়ামতের কঠিন ভয়াবহ পরিস্থিতির মাঝেও তারা থাকবে শান্ত সমাহিত। চেহারা থাকবে উজ্জল ।
পক্ষান্তরে অবিশ্বাসী পাপাচারীরা সেদিন থাকবে শঙ্কিত লাঞ্ছিত, ভীত সন্ত্রস্ত। হাশরের মাঠের ভয়াবহতা দেখেই তারা বুঝে ফেলবে সামনে তাদের জন্য কত মারাত্মক শাস্তি অপেক্ষা করছে।
Leave a Reply