যে কারও প্রতি জুলুম করে সে অভিশপ্ত

আল্লাহ তাআলা ইরশাদ করেন-
اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَ الَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَ یَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُۙ۵۱ یَوْمَ لَا یَنْفَعُ الظّٰلِمِیْنَ مَعْذِرَتُهُمْ وَ لَهُمُ اللَّعْنَةُ وَ لَهُمْ سُوْٓءُ الدَّارِ
নিশ্চয়ই আমি আমার রাসূলগণকে এবং মুমিনদেরকে পার্থিব জীবনেও সাহায্য করি এবং সেদিনও করব, যেদিন সাক্ষীগণ দাঁড়িয়ে যাবে। যেদিন জালেমদের ওজর-আপত্তি কোনো কাজে আসবে না। তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য আছে নিকৃষ্ট নিবাস। -সূরা মুমিন (৪০) : ৫১-৫২
জুলুম অত্যন্ত ঘৃণিত জিনিস। কিন্তু আজ সারা দুনিয়ায় তা নির্দ্বিধায় চলছে। কাফের কর্তৃক মুসলিমদের প্রতি জুলুম চলছে অহর্নিশ। অনুরূপ প্রতাপশালী মুসলিম নামধারী কর্তৃক দুর্বল মুসলিমদের প্রতি জুলুমের মাত্রাও কম নয়। অথচ জুলুম কত জঘন্য কাজ। কত মারাত্মক অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর ভয়াবহতা এভাবে তুলে ধরেছেন-
اتَّقُوا الظُّلْمَ، فَإِنّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ.
তোমরা জুলুম থেকে বেঁচে থাক। কেননা জুলম কিয়ামতের দিন বহু অন্ধকার হয়ে দেখা দেবে। -সহীহ মুসলিম, হাদীস ২৫৭৮
واتَّق دَعْوةَ المظلوم، فإنها ليسَ بينَها وبينَ الله حِجابٌ.
তুমি মাজলুমের বদদুআ থেকে বেঁচে থাক। কেননা তার মাঝে ও আল্লাহর মাঝে কোনো অন্তরায় নেই। -সুনানে আবু দাউদ, হাদীস ১৫৮৪
আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর লানতের কারণসমূহ থেকে দূরে থাকার এবং তাঁর রহমত লাভ করার কাজ বেশি বেশি করার তাওফীক দান করুন।
Leave a Reply