রাসুল সাঃ ও ছোট্ট আনাস রাঃ

আনাস ইবনে মালিক ইবনে নাদর আল আনসারি রা:-এর জন্ম ৬১২ খ্রিষ্টাব্দে। তিনি ছিলেন মদিনার সবচেয়ে সম্মানিত খাজরাজ গোত্রের নাজ্জার শাখার। ছোট্ট আনাস যখন কোমল বয়সের তখন মা উম্মে সুলাইম বিনতে মিলহান রা: তার কচি কলবকে হাবিবে রাসূল সা:-এর প্রতি ভালোবাসায় এমনভাবে পরিপূর্ণ করে দিয়েছিলেন যে, তার হৃদয়ের প্রতিটি কোণায় রাসূল সা:-এর নাম খঁচিত হয়েছিল। ছোট্ট বালকের ছোট্ট হৃদয় শুধু নবী সা:কে দেখে ধন্য হবেন বলে নবীজীর সাক্ষাতের আশায় ব্যাকুল ছিল।

কিছুদিন পরই ইয়াসরিবে খবর ছড়িয়ে পড়ল রাসূল সা: ও তার সঙ্গী আবুবকর রা: মদিনার পথে রয়েছেন। এ সংবাদ মদিনার প্রত্যেক ঘরে আনন্দ ছড়িয়ে দিলো, প্রতিটি নবীপ্রেমীকের চোখ অধীর আগ্রহে তাঁর আগমনের পথের দিকে উন্মুক্ত হয়ে রইল। বালক আনাস প্রতিদিন ভোরের সোনালি আলো উদ্ভাসিত হওয়ার সাথে সাথে দৌড়ে সে মোবারক পথে পৌঁছে যেতেন এবং প্রতীক্ষার প্রহর গুনে গুনে ফিরে আসতেন।

প্রথম সাক্ষাৎ : একদিন প্রত্যুষে মদিনার লোকেরা প্রতিযোগিতা করে এগোচ্ছিলেন, তাদের মধ্যে ছোট ছোট শিশুর দল রয়েছে যাদের চোখে মুখে ছিল আনন্দের ঝলক। আর এসব শিশুর অগ্রভাগে ছিলেন হজরত আনাস ইবনে মালেক আল আনসারি রা:। রাসূলে আকরাম সা: তাঁর সঙ্গী আবুবকর রা:সহ মদিনার জনসমুদ্রের মাঝ দিয়ে পথ অতিক্রম করছিলেন। মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা তাদের পর্দা আবৃত মায়েদের সাথে নিজেদের ঘরের ছাদের ওপর ছিল যাদের নীল চোখ তখন শুধু রাসূল সা:-এর প্রতি নিবদ্ধ। এরপর রাসূল সা:-এর আগমনী সঙ্গীতে চারদিক মোহিত হয়ে উঠল; ছোট বড় সবার মুখে তখন ‘তলাআল বাদরু আলাইনা’র সুরঝঙ্কার।

হাদিয়ে আকবার রাসূল সা: মদিনায় অবস্থান করা মাত্রই আনাস রা:-এর মা গুমাইসা বিনতে মিলহান ছেলেসহ উপস্থিত হয়ে বললেন, ‘হে আল্লাহর রাসূল! আনসারদের নারী-পুরুষ প্রত্যেকেই আপনাকে কিছু না কিছু হাদিয়া দিয়েছেন; আমি তো কিছুই দিতে পারিনি, আমার আছে এই ছেলে, সে লিখতে জানে; আপনার খিদমতের জন্য একে কবুল করুন।’

রাসূলে করিম সা: আনন্দ প্রকাশ করে নিজ মোবারক হাত তার মাথায় বুলিয়ে দিলেন আর নিজের কোমল আঙুল দিয়ে তার জুলফি স্পর্শ করলেন এবং তাকে পরিবারভুক্ত করলেন। সে দিন থেকে আনাস রা: রাসূল সা:-এর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাথে ছিলেন। (আনসাবুল আশরাফ : ১/৫০৬, পৃষ্ঠা-১০২২)

আনাসের গল্প’ বই অবলম্বনে
লেখক: কাহতান বায়রাক্তার
অনুবাদক: ওয়ালিউল্লাহ আব্দুল জলীল
প্রকাশনী: গ্রন্থালয়
নিচের লিঙ্কে ক্লিক করে বইটির বিস্তারিত দেখতে পারবেন।
https://www.kitabghor.com/products/details/16268e07327f11edb3ec2a6c60b8696b/anaser-golpo.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *